সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রথমার্ধ গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই ফাহিম মুর্শেদের গোলে ১-০ তে এগিয়ে আছে বাংলাদেশ। ফলে লাল-সবুজের জার্সিধারীদের সামনে এখন শিরোপা জয়ের হাতছানি।
মঙ্গলবার বিকেল ৫টায় শুরু হওয়া ফাইনালে বৃষ্টিভেজা কর্দমাক্ত মাঠে গোলের দেখা পেতে মরিয়া চেষ্টা চালিয়েছে বাংলাদেশ ও ভারত দুই দলই। কিন্তু গোলের দেখা মেলেনি। প্রথমার্ধের খেলা তাই গোলশূন্যভাবেই শেষ হয়েছে।
তবে প্রথার্ধের মতো দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণের ধারা অব্যাহত রেখেছে বাংলাদেশ। এরই ধারাবাহিকতায় ম্যাচের ৪৬ মিনিটে মোহাম্মদ শাওনের ক্রস থেকে গোল করে বাংলাদেশকে এগিয়ে নেন ফাহিম মুর্শেদ। এখন পর্যন্ত ফাহিমের ওই একটি গোলেই এগিয়ে আছে বাংলাদেশ।
এবারের টুর্নামেন্টে অপরাজিত দল হিসেবে ফাইনালে উঠেছে বাংলাদেশের কিশোররা। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারানোর পর দ্বিতীয় ম্যাচে এই ভারতকে হারিয়েই গ্রুপ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। আর সেমিফাইনালে আফগানিস্তানকে হারিয়ে পা রাখে স্বপ্নের ফাইনালে।
বিডি-প্রতিদিন/১৮ আগস্ট, ২০১৫/মাহবুব