একসময়ের মারকুটে ব্যাটসম্যান জুনায়েদ সিদ্দিকী বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল থেকে ঝরে পড়লেও এখনও নিয়মিত দেশে প্রথম শ্রেণির ক্রিকেটে পারফরম করে যাচ্ছেন। শুধু একটাই আক্ষেপ, দুই দুই বার ডাবল সেঞ্চুরির কাছে গিয়েও হতাশ হয়ে প্যাভিলিয়নে ফিরতে হলো তাকে।
৯৯টি প্রথম শ্রেণির ম্যাচ খেলা এই বাঁ হাতি ব্যাটসম্যান চলতি বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) খেলছেন নর্থ জোনের হয়ে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রবিবার বিসিএলের দ্বিতীয় পর্বের ম্যাচে ওয়ালটন সেন্ট্রাল জোনের বিপক্ষে ব্যাট করছে নর্থ জোন।
ডাবল সেঞ্চুরির দিকে এগিয়ে যেতে যেতে ১৮১ রানেই পেসার শহিদুল ইসলামের বলে থামতে হলো তাকে। এর আগে একবার ১৯৩ রানে আউট হয়েছিলেন তিনি।
এদিন জুনায়েদের ইনিংসটি ছিল ২৮১ বলে গড়া। শনিবার প্রথম দিনে ৪ উইকেটে ৩২৭ রান করা নর্থ জোন দ্বিতীয় দিনে ৫০২ রান করে অলআউট হয়।
বিডি প্রতিদিন/৫ ফেব্রুয়ারি ২০১৭/এনায়েত করিম