চট্টগ্রামে ক্রিকেট স্ট্যাম্পের আঘাতে মো. ফয়সাল নামে এক কিশোর ক্রিকেটার নিহত হয়েছেন। রবিবার বিকেলে নগরীর কলেজিয়েট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। নিহত ফয়সাল মাদারবাড়ি মরিচ্যাপাড়ার বাসিন্দা শাহজাহানের ছেলে।
পুলিশের কোতোয়ালী জোনের সহকারি কমিশনার জাহাঙ্গীর আলম বলেন, কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের মাঠে এলাকার কিশোররা ক্রিকেট খেলছিল। খেলার এক পর্যায়ে আরেক সহপাঠি ফয়সালকে স্ট্যাম্প দিয়ে আঘাত করে। এতে সে মারাত্মক আহত হয়। পরে সহপাঠিরা তাকে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফয়সালকে মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ