ঐতিহাসিক টেস্টে ভারতের বিরুদ্ধে শুরুতেই উইকেট তুলে নিলেও বাজে ফিল্ডিংয়ে আরও কয়েকটি সুযোগ হাতছাড়া করার খেসারত দিতে হচ্ছে টাইগারদের।
অন্যদিকে সুযোগ কাজে লাগিয়ে ১৫৪ রানের জুটি গড়ে ভারতকে বড় সংগ্রহের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন অপরাজিত দুই ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা (৭১) ও মুরালি বিজয় (৭৮)। অথচ তাদের ভাঙার সহজ সুযোগ অবিশ্বাস্যভাবে মিস করেছেন মেহেদী হাসান মিরাজ।
ফলে দুই ব্যাটসম্যান এক প্রান্তে থাকা সত্ত্বেও রান আউট করতে পারলো না বাংলাদেশ। কামরুল ইসলাম রাব্বির ধীর গতির থ্রো স্টাম্পের পিছনে থেকে এগিয়ে এসে সামনে ধরতে চেয়েছিলেন তিনি। কিন্তু ধরতে পারেননি, বল হাত ফসকে বেরিয়ে যাওয়ায় বেঁচে যান মুরালি বিজয়।
ইনিংসের ১৯ তম ওভারে বল করছিলেন মিরাজ। ওভারের তৃতীয় বলটি স্কয়ার লেগের দিকে ঘুরিয়েছিলেন মুরলি বিজয়।
স্কয়ার লেগে ডাইভ দিয়ে রান বাঁচান কামরুল ইসলাম রাব্বী। কিন্তু নন ষ্ট্রাইকিং প্রান্তে থাকা চেতেশ্বর পূজারা রান নেয়ার জন্য দৌড় শুরু করেন। তবে রান নিতে প্রস্তুত ছিলেন না বিজয়। ততক্ষণে দুজনেই একপ্রান্তে। ডাইভ দিয়ে বল ধরে মিরাজের দিকে থ্রো করেন রাব্বী। কিন্তু বলটি ধরতে ব্যর্থ হন মিরাজ।
পরে বিজয় নন ষ্ট্রাইকিং প্রান্তে পৌঁছে যান। নিশ্চিত রান আউটের হাত থেকে বেঁচে যান বিজয়।
বিডি প্রতিদিন/৯ ফেব্রুয়ারি ২০১৭/এনায়েত করিম