আলভারো মোরাতা ও জেমস রডরিগেজের নৈপুণ্যে রিয়াল মাদ্রিদ ৪-০ হারাল গ্রানাডাকে। রিয়ালের দুই অনিয়িমিত ফুটবলারই এদিন জ্বলে উঠলেন ক্রিশ্চিয়ানো রোনালদো, গ্যারেথ বেল ও করিম বেঞ্জিমাদের অনুপস্থিতিতে।
মোরাতা-রদ্রিগেজ দু’জনেই দু’টো করে গোল করলেন। এই জয়ের সুবাদে রিয়াল ফের ছুঁয়ে ফেলল বার্সাকে। ৩৬ ম্যাচে ৮৪ পয়েন্টের সুবাদে বার্সা লিগের শীর্ষে রয়েছে। এক ম্যাচ কম খেলে সমসংখ্যক পয়েন্ট নিয়ে রিয়াল দু’নম্বরে। এদিন ম্যাচের চার গোলই হল প্রথমার্ধে।
এদিন ম্যাচের তিন মিনিটেই প্রথম গোলটিতে রিয়ালকে এগিয়ে দেন রদ্রিগেজ। লুকাস ভাসকেসের ক্রসে গোলটি করেন কলম্বিয়ার স্টার ফুটবলার। এই গোলের আট মিনিটের মধ্যেই ফাবিও কোয়েন্ত্রাওর ক্রসে দুর্দান্ত হেডে নিজের ও দলের দু’নম্বর গোলটি করে ফেলেন তিনি। ম্যাচের ৩০ মিনিটে স্কোরলাইন ৩-০ করেন মোরাতা। ড্যানিলোর কাটব্যাকে ঝড়ের বেগে গোল করেন স্প্যানিশ মিডফিল্ডার। এর পাঁচ মিনিটের মধ্যেই ফের নিজের দু’নম্বর ও ম্যাচের চার নম্বর গোলটি একক দক্ষতায় করেন মোরাতা। লিগ টেবিলের সাপ লুডো খেলায় এখন রিয়াল-বার্সা দুর্দান্ত লড়ছে।
বিডি-প্রতিদিন/ ৭ মে, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৮