অশান্ত কাশ্মিরেও ক্রিকেটপ্রীতি অন্য দেশগুলোর চেয়ে কম নয়। এই খেলায় পিছিয়ে নেই কাশ্মিরি যুবকরাও। আর সেই খেলারই একটি চমৎকার মুহূর্ত ক্যামেরাবন্দি করলেন সাকিব মাজিদ নামে আরেক কাশ্মিরি যুবক। তার সেই ছবি ‘২০১৬ উইজডেন-এমসিসি ক্রিকেট ফটোগ্রাফ অব দ্য ইয়ার’ পুরস্কার জিতেছে।
শ্রীনগরের বাসিন্দা সাকিব পেশায় ইঞ্জিনিয়ার। কিন্তু এর পাশাপাশি ছবিও তোলেন তিনি।
প্রতিবছরই ‘উইজডেন ক্রিকেটার অ্যালমনাক’ নামে একটি বই প্রকাশ করে মেলবোর্ন ক্রিকেট কাউন্সিল। বইটিতে সারা বিশ্ব থেকে ক্রিকেট সংক্রান্ত সেরা ছবিগুলো স্থান পায়। আর এ বছর সেখানে স্থান পেয়েছে মাজিদের ছবিটি।
জানা গেছে, মাজিদের ছবিটি শ্রীনগরের নিশান্ত গার্ডেনে তোলা। বাগানটিতে তখন কয়েকজন কাশ্মিরি যুবক ক্রিকেট খেলছিলেন। তখনই দুর্দান্ত এ ছবিটি তুলেছেন মাজিদ।
এই পুরস্কার পেয়ে স্বভাবতই খুশি সাকিব মাজিদ। প্রায় ৪৫০ জন প্রতিযোগীর মধ্যে এই পুরস্কার পেয়েছেন তিনি।
ঐতিহাসিক লর্ডসে আগামী এক বছর ধরে ছবিটি দেখানো হবে বলে জানান মাজিদ।
ছবি তোলা প্রসঙ্গে তিনি বলেন, ‘নিশান্ত গার্ডেনে আমি ও আমার এক বন্ধু ছবি তুলতে গিয়েছিলাম। তখন শরৎকাল ছিল। এক জায়গায় দেখি কয়েকজন যুবক চিনার গাছের ছায়ায় ক্রিকেট খেলছে। আমি তখনই ছবি তোলা শুরু করি। প্রায় আধ ঘণ্টা ধরে ছবি তুলেছিলাম। আমাকে উৎসাহ দেয়ার জন্য আমার পরিবার, বন্ধু এবং ওই পত্রিকাকে অসংখ্য ধন্যবাদ।
বিডি প্রতিদিন/০৭ মে ২০১৭/এনায়েত করিম