বিসিসিআই-এর থেকে ৪৪৭ কোটি টাকা ক্ষতিপূরণ বাবদ দাবি করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তাদের অভিযোগ ২০১৪-২০২৩ সালের মধ্যে দু’দেশের ছ’টি দ্বিপাক্ষিক সিরিজ খেলার কথা ছিল। মৌখিক চুক্তি স্বাক্ষর করেও ভারত প্রতিশ্রুতি রাখেনি। ফলে ভারতকে ক্ষতিপূরণ দিতে হবে।
২০১৪-১৫ সালে ভারত সিরিজ খেলতে রাজি না-হওয়ায় পিসিবির ৬,৯৫,৭৬,৪০৬ মার্কিন ডলার ক্ষতি হয়। গত ১৩ মে এই মর্মে বোর্ডকে নোটিস দিয়েছিল পিসিবি। ভারতের কাছে সাতদিন সময় ছিল উত্তর দেওয়ার। পাকিস্তানের সঙ্গে এরমধ্যে প্রতিবারই সিরিজ খেলার প্রস্তাব নাকচ করে দিয়েছে ভারত।
পাকিস্তানের সঙ্গে ভারতের রাজনৈতিক সম্পর্কের কথা মাথায় রেখেই এই দেশের সরকার খেলার ছাড়পত্র দেয়নি। একথা পাকিস্তানকে জানানো হয়েছে। আইসিসি-র শেষ বৈঠকে বিসিসিআই-এর প্রতিনিধিদের পিসিবি-র পক্ষ থেকে জানানো হয়েছিল যে, এবার তারা আইনি পথেই হাঁটবে।
বিডি-প্রতিদিন/ ৭ মে, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৭