ঘরের মাঠে ঝড় তুলল পেপ গুয়ার্দিওয়ালার ম্যাঞ্চেস্টার সিটি। প্রিমিয়ার লিগে ‘দ্য ঈগলস’ নামে খ্যাত ক্রিস্টাল প্যালেসের উপর গোলের বন্যা বইয়ে দিল অ্যাগুয়েরারা। ৫-০ ব্যবধানে জিতে সেরা চারে থেকে টুর্নামেন্ট শেষ করার সম্ভাবনাও বাড়াল দলটি।
শনিবার ইত্তিহাদ স্টেডিয়ামে ডেভিড সিলভার গোলে শুরুতেই এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে বাকি চারটি গোল করেন ভিনসেন্ট কোম্পানি, কেভিন ডি ব্রুইন, রাহিম স্টার্লিং ও নিকোলাস ওটামেন্ডি।
বর্তমানে সিটির পয়েন্ট ৩৫ ম্যাচে ৬৯। লিভারপুলের পয়েন্টও সমান। কিন্তু গোল ব্যবধানে পিছিয় ক্লপ অ্যান্ড কোং এখন চার নম্বরে। ৩৪ ম্যাচে ৬৫ পয়েন্ট পাওয়া ম্যানচেস্টার ইউনাইটেড আছে পঞ্চম স্থানে। ৬০ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে এক ম্যাচ কম খেলা আর্সেনাল। দেরিতে হলেও সিটি ঘুরে দাঁড়িয়েছে লিগে। অার নামের প্রতি সুবিচার করছেন পেপ।
সূত্র: গোল ডটকম
বিডি প্রতিদিন/ ৭ মে ২০১৭/ ই জাহান