অবশেষে আগামী মাসে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। দেশটির ক্রিকেট বোর্ড বিসিসিআই-এর বিশেষ সাধারণ সভায় সর্বসম্মভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে দল পাঠানো হবে। আগামীকাল সোমবার দল ঘোষণা করা হবে। এমনকী, আইসিসি-র বিরুদ্ধে আপাতত যুদ্ধ ঘোষণার মনোভাব থেকেও সরে এসেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
বিসিসিআই-এর এক কর্মকর্তা বলেছেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফিতে দল পাঠানোর বিষয়ে বোর্ডের সব কর্মকর্তাই একমত হয়েছেন। এখনই আইনি পথে যেতে চান না তারা। তবে একাবারে ছেড়েও দিচ্ছেন না তারা। যুগ্মসচিব অমিতভা চৌধুরী ও সিইও রাহুল জোহরি আইসিসির সঙ্গে আলোচনা করবেন।’
প্রাক্তন বিসিসিআই সভাপতি এন শ্রীনিবাসনও স্কাইপের মাধ্যমে এই বৈঠকে যোগ দেন। তিনি প্রাথমিকভাবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দল না পাঠানোর পক্ষেই ছিলেন। কিন্তু বাকিরা দল পাঠানোর পক্ষে আছেন বুঝে আর কোনো আপত্তি জানাননি শ্রীনিবাসন।
এর আগে, আইসিসির সঙ্গে আর্থিক ঝামেলা নিয়ে নির্ধাতির সময় পার হলেও চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা থেকে বিরত থাকে। এমনকি টুর্নামেন্ট বয়কটের সিদ্ধান্ত আসতে পারে বলেও খবর প্রকাশিত হয়। তবে চ্যাম্পিয়ন্স ট্রফি বর্জন করলে ২০২৩ সাল পর্যন্ত আইসিসির কোনো টুর্নামেন্টে অংশ নিতে পারতো ভারত। তাই আবারও ইউটার্ন ভারতের।
বিডি-প্রতিদিন/০৭ মে, ২০১৭/মাহবুব