সোমবার মুম্বাইয়ের বিরুদ্ধে খেলতে পারছেন না সানরাইজার্স হায়দরাবাদের অভিজ্ঞ বোলার আশিষ নেহরা। আবারও চোটের কবলে পড়েছেন তিনি। তাই ৮ মে মু্ম্বাইয়ের বিরুদ্ধে লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে তাঁকে দলে পাচ্ছে না হায়দরাবাদ।
শনিবার পুণের বিরুদ্ধে খেলার সময়ই চোট পান নেহরা। দলের মেন্টর ভিভিএস লক্ষ্মণ নেহরার চোটের কথা স্বীকার করে নিয়েছেন। পুণের বিরুদ্ধে তাঁর দ্বিতীয় ওভারেই চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন তিনি।
লক্ষ্মণ বলেন, ‘‘আগামীকাল ফিজিও ওর স্ক্যান করাতে নিয়ে যাবে। তার পরই জানা যাবে চোট ঠিক কতটা এবং ভবিষ্যত কী? কিন্তু গতকাল ও হ্যামস্ট্রিংয়ে স্টিফনেস অনুভব করছিল।’’
গত বছরও চোটের কারণে সব ম্যাচ খেলতে পারেননি ৩৬ বছরের এই পেসার। ১৭টি ম্যাচের মধ্যে মাত্র ৮টি ম্যাচই খেলেছিলেন তিনি। এই মৌসুমে এখনও পর্যন্ত ১২টির মধ্যে ৬টিতেই খেলেছেন। সামনে মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচ। যারা ইতিমধ্যেই নক-আউটে পৌঁছে গিয়েছে।
লক্ষ্মণ বলেন, ‘‘ওর সেই হ্যামস্ট্রিংয়ে চোট হয়নি যেটায় গতবার অস্ত্রোপচার হয়েছিল। এটা অন্য চোট। হায়দরাবাদের শেষ ম্যাচ ১৩ মে গুজরাটের বিরুদ্ধে। হাতে রয়েছে পাঁচ দিন। ততদিনে সুস্থ হয়ে ফিরতে পারলে লিগের শেষ ম্যাচ খেলতে পারবেন তিনি। যদিও টিম ম্যানেজমেন্টের বক্তব্য চোট ততটা গুরুত্বপূর্ণ নয়। নেহরার অবর্তমানে দলে জায়গা করে নিতে পারেন মুহম্মদ সিরাজ।
সূত্র: আনন্দবাজার পত্রিকা
বিডি প্রতিদিন/ ৭ মে ২০১৭/ ই জাহান