মাত্র ১৫ বলে অর্ধশতক করে রেকর্ড গড়লেন উইন্ডিজ তারকা সুনীল নারিন, হঠাৎ উদ্বোধনী ব্যাটসম্যান হয়ে ওঠা নারিন যেন ব্যাটিং তাণ্ডব চালিয়ে যাচ্ছেন এবারের আইপিএলে। সুনিল নারিনের ব্যাট এতটাই বিধ্বংসী হয়ে উঠলো যে, আইপিএলের ইতিহাসে দ্রুততম হাফ সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করে ফেললেন তিনি।
আইপিএলের ইতিহাসে এত দ্রুত হাফ সেঞ্চুরি করার রেকর্ড আর কারও নেই। অর্ধশতক পূর্ণ করতে গিয়ে ৫টি বাউন্ডারি এবং ৪টি ছক্কার মার মারেন নারিন। শেষ পর্যন্ত তিনি আউট হয়ে যান ১৭ বলে ৫৪ রান করে। শুধু নারিনই নয়, অপরপ্রান্তে বিধ্বংসী হয়ে উঠেছিলেন ক্রিস লিনও। নারিনের যখন হাফ সেঞ্চুরি পূরণ হয়, তখন তার রান ১৪ বলে ২৯। শেষ পর্যন্ত ২১ বলে হাফ সেঞ্চুরি পূরণ করেন তিনি। ৫টি বাউন্ডারি এবং ৪টি ছক্কার মার মারেন তিনি। হাফ সেঞ্চুরি করার পরই আউট হয়ে যান তিনি।
এই দুই ব্যাটসম্যান মিলে আইপিএলের ইতিহাসে পাওয়ার প্লেতে (৬ ওভার) সবচেয়ে বেশি রান তোলার রেকর্ড গড়েন। ৬ ওভারেই দলীয় রান ১০০তে নিয়ে যান ক্রিস লিন আর সুনিল নারিন।
অন্যদিকে নারিন ও লিনের নৈপুন্যে কোহলিদের বিপক্ষে ৬ উইকেটের বড় জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। মাত্র ১৫ ওভার ১ বলে জয়ের বন্দরে পৌঁছে যায় কলকাতা।
সূত্র: ক্রিকইনফো
বিডি প্রতিদিন/ ৭ মে ২০১৭/ ই জাহান