মুখভর্তি দাড়ি, আর সেটা নিয়েই দক্ষিণ আফ্রিকার জার্সি গায়ে দাপিয়ে বেড়াচ্ছেন পুরো ক্রিকেট বিশ্ব। যে দেশটি কিনা বর্ণবাদে জর্জারিত, সেই দেশের জাতীয় দলে এমন খেলোয়াড় থাকাটা অনেকের কাছে অবিশ্বাস্য মনে হতে পারে। তবে হাশিম আমলা সেটা প্রমাণ করে দেখিয়েছেন, যোগ্যতা থাকলে যেকোনো পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব। সেটা গেল আমলার ব্যাটিং দক্ষতা। কিন্তু তার এই গুণের পাশাপাশি এক মহাৎ গুণও রয়েছে। আর সেটা হয়তো হর হামেশাই চোখে পড়ে না। তবে, এবারের আইপিএলে ব্যাটিংয়ের পাশাপাশি তার সততা দিয়েও তিনি ক্রিকেটপ্রেমীদের মন জয় করে নিয়েছেন।
তাই শুধু মাঠের পারফরমেন্স নয়, তার সততা নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমসহ ইন্টারনেট দুনিয়ায় দক্ষিণ আফ্রিকান এ ক্রিকেটারকে নিয়ে এখন চলছে আলোচনা। ঘটনাটি শুক্রবার রাতের। আইপিএলের দশম আসরের ৪৩তম ম্যাচে। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হয় কিংস ইলেভেন পাঞ্জাব। টস হেরে প্রথমে ব্যাটিং করে পাঞ্জাব। মার্টিন গাপটিলের সঙ্গে ওপেন করতে নামেন হাশিম আমলা। তবে দলের স্কোরবোর্ডে ২ রান যোগ হতেই আমলা ফেরেন সাজঘরে।
তবে নিজের ইচ্ছায় আউট না হলে আমলা ব্যাট করতে পারতেন আরও কিছুক্ষণ। কিন্তু সততার পরিচয় দিয়ে সেটা করলেন না। নিজে আউট হয়েছেন। এটা বুঝতে পেরে আম্পায়ারের সংকেত পাওয়ার আগেই ক্রিজ ছাড়েন তিনি। যদিও ভিডিওতে দেখা যাচ্ছে, বল আমলার ব্যাট ছুঁয়ে উইকেটকিপারের কাছে গেলেও তিনি আবেদন করেননি। তার কারণ তিনি বুঝতেই পারেননি আমলার ব্যাট ছুঁয়েছে বল। এক্ষেত্রে চাইলেন নতুন জীবন নিয়ে আবারও ব্যাট করতে পারতেন আমলা। কিন্তু তিনি সেটা না করেই গ্ল্যাভস খুলে প্যাভিলনের পথ ধরেন।
এ ঘটনার পর আইপিএলের অফিসিয়াল টুইটার পেজে আমলার প্রশংসায় লেখা হয়েছে, ‘হাশিম আমলা ফেয়ার প্লের শুভেচ্ছাদূত।’ এছাড়া সাবেক ও বর্তমান ক্রিকেটাররাও তার এ আচরণে বেশ মুগ্ধ। তাদের শুভেচ্ছা বাণীতেও ভাসছেন তিনি।
বিডি-প্রতিদিন/০৭ মে, ২০১৭/মাহবুব