বরিশালে শুরু হয়েছে সোনালী অতীত নাইট ফুটবল টুর্নামেন্ট-২০১৭। রবিবার সন্ধ্যায় বরিশাল শহীদ আব্দুর রব সেরনিয়াবাত আউটার স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্ধোধন করেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক শেখ আসলাম হোসেন। এ সময় আয়োজক সংগঠন সোনালী অতীত ফুটবল ক্লাবের সভাপতি সমাজ সেবক মঞ্জুরুল আহসান ফেরদৌস ও সাধারণ সম্পাদক জাতীয় দলের সাবেক ফুটবলার জাহিদ হোসেন, ক্লাবের উপদেষ্টা স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য আমিনুল ইসলাম সুরুজ তালুকদার, বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলো ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব নুরুল ইসলাম নুরু প্রমুখ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় বরিশাল ক্লাবকে ১-০ গোলে হারিয়েছে রিভারওয়েজ। বিপুল সংখ্যক দর্শক উদ্ধোধনী অনুষ্ঠান এবং ম্যাচ উপভোগ করেন।
টুর্নামেন্টে মোট ৫টি দল কীর্তনখোলা ক্লাব, বরিশাল ক্লাব, খেলোয়াড় কল্যান একাদশ, মুক্তিযোদ্ধা সংসদ ও বেঙ্গল রিভারওয়েজ পরস্পরের বিরুদ্ধে দুইবার করে মোকাবেলা করবে। মোট ২০টি ম্যাচের পর শীর্ষ দুই দল ফাইনালে মুখোমুখি হবে। আউটার স্টেডিয়ামে বিশেষ ব্যবস্থায় ফ্লাড লাইটের আলোয় প্রতিটি ম্যাচ অনুষ্ঠিত হবে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ