৮ মে, ২০১৭ ১৩:২২

টেস্ট ক্রিকেটেও আগুন ঝরাতে চান রশিদ

অনলাইন ডেস্ক

টেস্ট ক্রিকেটেও আগুন ঝরাতে চান রশিদ

আফগানিস্তানের নাম শুনলেই চোখের সামনে ভেসে আসে যুদ্ধবিধ্বস্ত এক দেশের ছবি। কিন্তু তাতে কী! প্রতিদিনের বোমা-গুলির শব্দেও থেমে নেই দেশটির ক্রিকেট। বিশ্ব ক্রিকেটে সঠিক পথেই এগিয়ে চলেছে আফগান সেনারা। চলতি বছরেই ক্রিকেটের এলিট ক্লাব অর্থাৎ টেস্ট মর্যাদা পাবার জোর সম্ভাবনা রয়েছে দেশটির। তাই ওয়ানডে এবং টি-টোয়েন্টি ক্রিকেটের মত টেস্টেও নিজের ঘূর্ণি জাদুতে ব্যাটসম্যানদের কাবু করে দিতে চান ১৮ বছর বয়সী আফগান তারকা স্পিনার রশিদ খান।

এ ব্যাপারে রশিদ বলেছেন, 'প্রত্যেক ক্রিকেটারেরই টেস্ট ক্রিকেট খেলার স্বপ্ন থাকে। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা, আমরা যেন খুব তাড়াতাড়ি টেস্ট খেলতে পারি। টেস্টে সাফল্য পাওয়াই সবচেয়ে বড় কথা।'

এবারই প্রথমবারের মতো তিনি ডাক পেয়েছেন আইপিএলে। আর সেখানেও স্পিন জাদুতে কাবু করেছেন নামি-দামি সব ব্যাটসম্যানদের। এ প্রসঙ্গে রশিদ বলেন, 'এটা আমার কাছে স্বপ্ন সত্যি হওয়ার মতো। এত বড় বড় ক্রিকেটারদের সঙ্গে খেলাটা আমার কাছে বড় অভিজ্ঞতা। আমাদের কোচ টম মুডি সবসময় নিজের উপর আস্থা রাখতে বলেন। তার কাছ থেকে অনেক কিছু শিখেছি।'

উল্লেখ্য, আইপিএল নিলামে রশিদকে সাড়ে ৪ কোটি রুপিতে কিনেছে সানরাইজার্স। আর এরই মধ্যে তার প্রতিদানও পেয়ে গেছে দলটি। রশিদের গুগলিতে হিমশিম খাচ্ছেন বিশ্বের বাঘা বাঘা ব্যাটসম্যানরা। 


বিডি-প্রতিদিন/০৮ মে, ২০১৭/ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর