নাইজেরিয়া জাতীয় দলের ডিফেন্ডার কেনেথ ওমেরু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে, কোনো ক্লাবে প্রথম দলে খেলাই এখন তার মূল লক্ষ্য। আর একারণেই হয়তবা চেলসি ছেড়ে এমন কোনো ক্লাবে তাকে দেখা যেতে পারে, যেখানে তাকে মূল একাদশে বিবেচনা করা হবে।
পাঁচ বছর আগে চেলসি থেকে প্রথমে ডাচ দল এডিও ডেন হাগে ধারে খেলতে গিয়েছিলেন ২৩ বছর বয়সী এই ডিফেন্ডার। এরপর একে একে মিডলসব্রো, কামিসপাসা ও এ্যালানিয়াসপোরে ধারে খেলেছেন। কিন্তু পাঁচ বছর আগের ধারে খেলতে যাবার সিদ্ধান্ত তার ক্যারিয়ারের সবচেয়ে বড় ভুল ছিল বলে স্বীকার করেছেন ওমেরু। ২০১২ সাল স্ট্যান্ডার্ড লীগ থেকে স্ট্যামফোর্ড ব্রীজে যোগ দিলে ব্রুজদের হয়ে মাঠে নামা হয়নি। আর সে কারণেই তিনি স্বীকার করেছেন নতুন কোনো ক্লাবে নতুন জীবন শুরু করতে তিনি প্রস্তুত।
এ সম্পর্কে বিবিসি স্পোর্টসকে ওমেরু বলেছেন, আশা ছিল চেলসির হয়ে মাঠে নামা। কিন্তু এখন আর আমার সেটা প্রথম লক্ষ্য নয়। সবসময় ধারে খেলতে যাওয়া কতটা হতাশার তা বলে বোঝানো যাবে না। গত মৌসুমে তুরষ্কের বড় ক্লাব বেসিকটাসে যাবার সুযোগ হয়েছিল। কিন্তু মাত্র দুইদিনের জন্য সেই চুক্তিটা করা হয়নি। এই মৌসুমে আমার সামনে সুযোগ এসেছে বলে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আমার লক্ষ্য হচ্ছে শীর্ষ পর্যায়ে ফুটবল খেলা এবং এমন একটি ক্লাব যেখানে নিয়মিতভাবে আমার সুযোগ মিলবে। আগামী মৌসুমটা আশা করছি আকর্ষণীয় হবে। কারণ আমি শীর্ষ পর্যায়ের একটি লীগের খোঁজে আছি।
বিডি প্রতিদিন/০৯ মে ২০১৭/এনায়েত করিম