জুভেন্টাসের হয়ে দুটি চ্যাম্পিয়নস লীগের ফাইনালে শিরোপা পাওয়া হয়নি বিশ্বের অন্যতম শীর্ষ গোলরক্ষব গিয়ানলুইগি বুফনের। কিন্তু দীর্ঘ ক্যারিয়ারে এবার অন্তত প্রথমবারের মত চ্যাম্পিয়নস লীগের ট্রফিটি হাতে নিতে চান, একইসাথে জুভেন্টাসের হতাশাও ভোলাতে চান ইতালিয়ান এই অভিজ্ঞ গোলরক্ষক।
মোনাকোর বিপক্ষে সেমিফাইনালের প্রথম লেগে জুভেন্টাসের ২-০ গোলের জয়ের ম্যাচটিতে বুফনের অবদান ছিল সর্বাগ্রে। ম্যাচে তিনি পাঁচবার গোলের সুযোগ নষ্ট করে মোনাকোকে হতাশ করেছেন। ফাইনালে এখন জুভেন্টাসের যাওয়া প্রায় অনেকটাই নিশ্চিত বলা যায়, যেখানে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। এই জয়ের মাধ্যমে চ্যাম্পিয়নস লীগে টানা ছয়টি ম্যাচে একটি গোলও হজম না করে রেকর্ড গড়েছে জুভেন্টাস। ২০০৩ সালে এসি মিলান ও দুই বছর আগে বার্সেলোনার কাছে ফাইনালে হারের তিক্ত অভিজ্ঞতা থেকে এবার বেরিয়ে আসতে চান আত্মবিশ্বাসী বুফন।
বিডি প্রতিদিন/০৯ মে ২০১৭/এনায়েত করিম