ম্যানচেস্টার ইউনাইটেডে যাওয়ার কোনো ইচ্ছে নেই বলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন ম্যানচেস্টার সিটির আর্জেন্টাইন তারকা সার্জিও আগুয়েরো। অথচ বেশ কিছুদিন ধরেই গুজব ছিল আগুয়েরো ইউনাইটেডে যাচ্ছেন। এনিয়ে বেশ বিতর্কেরও জন্ম হয়েছে।
পেপ গার্দিওলার গুডবুকে ইতোমধ্যেই আর্সেনাল তারকা এ্যালেক্সিস সানচেজ ঢুকে পড়ায় এই গুজবটা আরও জোড়ালো হয়। মৌসুমের শেষে গার্দিওলার সাথে এ বিষয়ে আলোচনা করবেন আগুয়েরো।
গণমাধ্যমের রিপোর্টের সূত্রে জানা যায়, ইউনাইটেড বেশ কিছুদিন ধরেই আগুয়েরোকে দলে ভেড়ানোর জন্য বড় অর্থের প্রস্তাব করে আসছিল। বোনাস বাদে বার্ষিক প্রায় ১২ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে তারা আর্জেন্টাইন স্ট্রাইকারকে দলে চায়, এমন দাবিও জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। কিন্তু আগুয়েরোর এক ঘনিষ্ঠ সূত্র এই গুজবকে হাস্যকর বলেছেন। তিনি দাবি জানিয়েছেন এই ধরনের কোনো যোগাযোগই ইউনাইটেডের সাথে হয়নি। একইসাথে সূত্রটি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে ২৮ বছর বয়সী আগুয়েরো ওল্ড ট্র্যাফোর্ডে যাবার কোনো সুযোগই নেই। এমনকি ইউনাইটেড বস হোসে মরিনহো স্বয়ং যদি ভবিষ্যতে এই বিষয়ে কোন আগ্রহ দেখায় তাহলেও তা সম্ভব নয়।
এর আগে চলতি মৌসুমের শুরুতে সিটি ইঙ্গিত দিয়েছিল তারা আগুয়েরোকে বিক্রি করবে না।
বিডি প্রতিদিন/০৯ মে ২০১৭/এনায়েত করিম