এ সময়ের সবচেয়ে তারকা ফুটবলার লিওনেল মেসি। নিন্দুকেরাও তার জাদুকরী ফুটবলে মুগ্ধ হন। এবার আরেকটি গোপন সংবাদ দিলেন এ তারকা নিজেই, তাও বিশ্বের খ্যাতিমান খেলোয়াড়দের নিয়ে সেই গোপন সংবাদ। কি সেই গোপন সংবাদ?
হ্যাঁ, বলছি একটি সংগ্রাহশালার! আর সংগ্রাহশালাটি গড়েছেন মেসি নিজেই, কিন্তু সেই সংগ্রাহশালার উপকরণ হচ্ছে বিশ্বের তারকা ফুটবলারদের অমূল্য জার্সি। অবাক হচ্ছেন হয়তো! কিন্তু সম্প্রতি ইনস্টগ্রামে সেই সংগ্রাহশালার ছবি মেসি নিজে পোস্ট করেছেন।
ম্যাচের পর প্রতিপক্ষ দলের সঙ্গে অনেকেই জার্সি বিনিময় করেন। মেসি সাধারণত সে পথে হাঁটেন না। তবুও, ম্যাচ শেষ হওয়ার পর বিখ্যাত ফুটবলাররা মেসিকে যেসব জার্সি উপহার দিয়েছিলেন। সেগুলো নিয়েই বিরল এই জার্সি সংগ্রহশালা গড়ে তুলেছেন ফুটবলের বরপুত্র।
মেসির সংগ্রহশালায় শোভা পাচ্ছে রাউল, অ্যাঞ্জেল ডি মারিয়া, ইকার ক্যাসিয়াসদের জার্সি। নিজ দেশ এবং ক্লাবের ফুটবলারদের মধ্যে রয়েছে সুয়ারেজ, সেস ফ্যাব্রেগাস, জেরার্ড পিকে, দানি আলভেজ, লুকাস ডিগনেদের মত ফুটবলারদের জার্সি। ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা তারকা সার্জিও আগুয়েরো, ইয়াইয়া তোরের জার্সিও রয়েছে তার কাছে। এছাড়া রয়েছে ওয়েস্টহ্যাম ইউনাইটেডের ম্যানুয়েল ল্যানজিনির জার্সি। রয়েছে ইতালিয়ান ফুটবলার ফ্রান্সেসকো টট্টির জার্সিও।
সূত্র: দ্য টেলিগ্রাফ
বিডি প্রতিদিন/ ৯ মে ২০১৭/ ই জাহান