আসন্ন বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে আয়ারল্যান্ড। সদ্য শেষ হওয়া ইংল্যান্ড সফরের স্কোয়াড থেকে একটি পরিবর্তন হয়েছে। অ্যান্ডি ম্যাকব্রাইনের জায়গায় প্রথমবারের মতো জাতীয় টিমে ডাক পেয়েছেন ৩০ বছর বয়সী অলরাউন্ডার সিমি সিং।
আন্তর্জাতিক ক্রিকেটে খেলার লক্ষ্যে পাঞ্জাবে জন্ম নেওয়া সিমি সিং আয়ারল্যান্ডে পাড়ি জমান। গত মাসেই আইরিশ নাগরিকত্ব পাওয়ার মধ্য দিয়ে অবশেষে তার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে।
আগামী ১২ মে ডাবলিনে বাংলাদেশ সময় বিকাল ৩টা ৪৫ মিনিটে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে আয়ারল্যান্ড।
আয়ারল্যান্ড স্কোয়াড: উইলিয়াম পোর্টারফিল্ড (অধিনায়ক), অ্যান্ড্রু বালবির্নি, পিটার চেজ, জর্জ ডকরেল, এড জয়েস, টিম মার্টাগ, ব্যারি ম্যাককার্থি, কেভিন ও'ব্রায়েন, নায়াল ও'ব্রায়েন, সিমি সিং, পল স্টার্লিং, স্টুয়ার্ট থম্পসন, গ্যারি উইলসন, জন অ্যান্ডারসন ও ক্রেইগ ইয়াং।
বিডি-প্রতিদিন/১০ মে, ২০১৭/মাহবুব