উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে মোনাকোকে ২-০ গোলে হারিয়েছে জুভেন্তাস। মঙ্গলবার রাতে দ্বিতীয় লেগের খেলায় মাঠে নামবে দল দুটি। নিজেদের মাঠ জুভেন্তাস স্টেডিয়ামে গঞ্জালো হিগুয়াইন-পাওলো দিবালারা যে এগিয়ে থেকেই নামছেন তা বলাই বাহুল্য। বাংলাদেশ সময় রাত ১২টা ৪৫মিনিটে ম্যাচটি মাঠে গড়াবে।
তবুও ম্যাচটি নিয়ে সতর্ক থাকতে চাচ্ছেন জুভেন্তাস কোচ ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি। তিনি বলেছেন, ‘প্রথম লেগের জয়ে আমরা ছোট্ট একটা সুবিধা পেয়েছি। কিন্তু এটা যেন এক ম্যাচের খেলা, এমনভাবেই আমাদের ফিরতি লেগ খেলতে হবে। ম্যাচটা কঠিনই হবে। ম্যাচের দিকে তাই আমাদের পুরো মনোযোগ দেওয়া প্রয়োজন।’
অন্যদিকে মোনাকো কোচ লিওনার্দো জার্দিম ম্যাচের বাস্তবতা মেনে নিয়ে বলেছেন, ‘ঘুরে দাঁড়ানো কঠিন। কিন্তু বিশ্বাস হারালেও তো চলবে না। বরং আমাদের বিশ্বাস, এটা সম্ভব।’
উল্লেখ্য, অতীত পরিসংখ্যানও আছে ইতালিয়ান চ্যাম্পিয়নদের পক্ষেই। সব প্রতিযোগিতা মিলিয়ে নিজেদের সর্বশেষ ছয় ম্যাচে অপরাজেয় দলটি। চ্যাম্পিয়ন্স লিগের পুরো মৌসুমে গোল হজম করেছি মাত্র ২টি। সেখানে জুভেন্তাসকে হারিয়ে ফাইনালে খেলতে হলে ফ্রান্সের ক্লাব মোনাকোকে ২ গোলও নয়, জিততে হবে ৩ গোলের ব্যবধানে। রাদামেল ফ্যালকাও-কিলিয়ান এমবাপেদের জন্য কাজটা তাই অসাধ্যই।
বিডি-প্রতিদিন/০৯ মে, ২০১৭/ওয়াসিফ