প্লে অফ নিয়ে কোনও অনিশ্চয়তা ছিল না কলকাতার সামনে। তাদের সামনে প্রশ্ন একটাই ছিল যে, পয়েন্ট টেবিলে তাদের অবস্থান কোথায় হবে। শীর্ষে নাকি দু’নম্বরে। সেই প্রশ্ন আপাতত ঝুলেই রইল। যেমন ঝুলে রইল প্লে অফে কোন চারটি দল পৌঁছবে।
আইপিএলে এখন মূলত লড়াই পাঁচটি দলের মধ্যে। মুম্বাই ধরাছোঁয়ার বাইরে চলে গিয়েছে। কলকাতা, পুণে, হায়দরাবাদ অনেকটাই এগিয়ে। তবে মঙ্গলবার জয়ের সুবাদে আশা কিছুটা হলেও বাঁচিয়ে রাখল কিংস ইলেভেন পাঞ্জাব। মোহালিতে তারা কলকাতাকে হারাল ১৪ রানে।
প্রথমে ব্যাট করে পাঞ্জাব তোলে ৬ উইকেটে ১৬৭। ২৫ বলে ৪৪ করলেন ম্যাক্সওয়েল। তারপরই বাংলার ঋদ্ধিমান সাহা (৩৮)। নাইট রাইডার্সের হয়ে ক্রিস লিন ছাড়া আর কেউই তেমনভাবে দাঁড়াতে পারলেন না। তিনি করলেন ৫২ বলে ৮৪। সুনীল নারাইণ ও মণীশ পান্ডে দু’জনেই করলেন ১৮। কলকাতা তুলল ৬ উইকেটের বিনিময়ে ১৫৩ রান। ১৩ ম্যাচে কলকাতার পয়েন্ট ১৬। ১২ ম্যাচে পুণের পয়েন্ট ১৬। হায়দরাবাদ ১৩ ম্যাচে ১৫।
এদিক দিয়ে অনেকটাই পেছনে পাঞ্জাব। তাদের পয়েন্ট ১২ ম্যাচে ১২। তবে প্লে অফে যাওয়ার ক্ষীণ সম্ভাবনা থাকল। পরের দুটি ম্যাচ জিতলে পাঞ্জাবের পয়েন্ট হবে ১৬। হায়দরাবাদ যদি শেষ ম্যাচে হেরে যায়, তাহলে পাঞ্জাবের সামনে দরজা খুলে যাবে। এছাড়াও দরজা খুলতে পারে। কলকাতা ও পুণে যদি বাকি ম্যাচগুলি হারে, তাদের পয়েন্টও ১৬ থেকে যাবে। সেক্ষেত্রে রান রেট ভাল থাকলে পাঞ্জাব উঠে আসতেই পারে।
বিডি-প্রতিদিন/ ১০ মে, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৪