এবার যুক্তরাষ্ট্রের সাময়িকী ফোর্বসের দৃষ্টিতেও বিশ্বের সবচেয়ে ধনী ফুটবল ক্লাবের সম্মান পেল ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড (ম্যানইউ)।
সদ্য চ্যাম্পিয়নস লিগ জয়ী রিয়াল মাদ্রিদকে হঠিয়ে শীর্ষে ওঠেছে ‘রেড ডেভিল’রা, আর এ তালিকায় বার্সেলোনা জায়গা করে নিয়েছে দুইয়ে, আর রিয়াল নেমে গেছে তিনে। এর আগে বিজনেস সার্ভিস ফার্ম কেপিএমজির জরিপেও বিশ্বের সবচেয়ে দামি ক্লাবের স্বীকৃতি পেয়েছিল ওয়েন রুনিরা।
৩৬৯ কোটি ডলারের সম্পদ নিয়ে পাঁচ বছরের মধ্যে প্রথমবারের মতো ধনীদের তালিকার শীর্ষে ওঠল ম্যানইউ। ফোর্বস জানিয়েছে, ৩৬৪ কোটি ডলার নিয়ে ইংলিশ জায়ান্টদের পরেই স্প্যানিশ কোপা ডেল রে কাপজয়ী বার্সেলোনা। অার ৩৫৮ কোটি ডলারের সম্পদ নিয়ে তিনে রিয়াল। জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ তালিকার চতুর্থ স্থানে। জুভেন্টাস রয়েছে নয় নম্বরে।
অন্যেদিকে সেরা দশের ছয়টিই ইংল্যান্ডের। ম্যানইউ ছাড়াও সেরা দশে রয়েছে ম্যানচেস্টার সিটি (২০৮ কোটি ডলার), আর্সেনাল (১৯৩ কোটি ডলার), চেলসি (১৮৫ কোটি ডলার), লিভারপুল (১৪৯ কোটি ডলার) ও টটেনহাম (১০৬ কোটি ডলার)।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/ ৮ জুন, ২০১৭/ ই জাহান