চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাঁচা-মরার লড়াইয়ে মুখোমুখি হতে যাচ্চে নিউজিল্যান্ড ও বাংলাদেশ। ওই ম্যাচকে সামনে রেখে কঠোর অনুশীলন করে যাচ্ছে টাইগাররা। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে বুকে ব্যথা পাওয়ায় অনুশীলনে ছিলেন না দুর্দান্ত ফর্মে থাকা তামিম ইকবাল।
ইনজুরি নিয়ে তামিম জানান, চোট খুব গুরুতর নয়। বাড়তি সতর্কতার জন্যই অনুশীলন করছেন না। ম্যাচে অজি ফাস্ট বোলার প্যাট কামিন্সের বলে পেটের কাছের দিকে আঘাত পান এ হার্ড হিটার ব্যাটসম্যান।
বর্তমানে ব্যাটসম্যানরা মাঠে নামেন নিজেদের সুরক্ষার সর্বোচ্চ ব্যবস্থা নিয়ে। সেখানে তামিম চেস্ট গার্ড না পরেই অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে নামেন। আর তাই ভুলের মাশুল দিয়েছেন কামিন্সের বলে ইনজুরি কবলে পরে। তবে তেমন আশঙ্কা নেই, খোদা খোশ থাকলে কিউইদের বিপক্ষে মাঠেও নামবেন এ ব্যাটসম্যান।
বিডি প্রতিদিন/ ৮ জুন, ২০১৭/ ই জাহান