হাঁটুর ইনজুরির কারণে চ্যাম্পিয়নস লীগ থেকে ছিটকে পড়েছেন শ্রীলঙ্কার মিডল অর্ডার ব্যাটসম্যান চামারা কাপুগেদেরা। তার পরিবর্তে দলে ডাকা হয়েছে ২৬ বছর বয়সী উদ্বোধনী ব্যাটসম্যান দানুষ্কা গুনাথিলাকাকে।
ভারতের বিপক্ষে ওভালে বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে অনুশীলনে কাপুগেদেরা ইনজুরিতে আক্রান্ত হন। এ সম্পর্কে কাফ ইনজুরিতে আক্রান্ত হয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচে না খেলা শ্রীলঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ প্রথমে বলেছিলেন, অনুশীলনে ইনজুরিতে পড়া কাপুগেদেরার এমআরআই স্ক্যান করা হয়েছে। এখন আমরা চিকিৎসকের পরামর্শের অপেক্ষা করছি। প্রয়োজন হলে আমরা তার পরিবর্তে অন্য খেলোয়াড়কে দলে ডাকবো।
চ্যাম্পিয়নস ট্রফির দলে ডাক পাবার আগে দুই বছর যাবত একটি ওয়ানডে ম্যাচও খেলেননি অভিজ্ঞ কাপুগেদেরা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচে তিনি শূন্য রানে আউট হয়েছিলেন। এদিকে বাংলাদেশের বিপক্ষে সদ্য সমাপ্ত তিন ম্যাচের ওয়ানডে সিরিজে গুনাথিলাকা তিন ম্যাচে মাত্র ১৪.৩৩ গড়ে ৪৩ রান সংগ্রহ করেছিলেন। চ্যাম্পিয়নস ট্রফিতে তিনি লঙ্কান দলের স্ট্যান্ড বাই খেলোয়াড় ছিলেন।
প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৯৬ রানে পরাজিত হবার মধ্য দিয়ে চ্যাম্পিয়নস ট্রফি মিশন শুরু করেছে শ্রীলঙ্কা।
বিডি প্রতিদিন/৮ জুন ২০১৭/এনায়েত করিম