চ্যাম্পিয়নস ট্রফির লড়াইয়ে আজ মুখোমুখি ভারত-শ্রীলংকা। আর এ ম্যাচে শ্রীলঙ্কার কাছে আক্রমণাত্বক ক্রিকেট খেলা দেখতে চান কুমার সাঙ্গাকারা।
লঙ্কানদের সাবেক অধিনায়ক বলেন, ‘আমি চাই শ্রীলংকা আক্রমণাত্মক মেজাজটা দেখাক, প্রতিভার পরিচয় দিক আর ইতিবাচক ক্রিকেট খেলুক। ওরা যদি সেটা করতে পারে, তাহলে আশা আছে। তবে একটা কথা মনে করিয়ে দিতে চাই, ভারতের বিরুদ্ধে খেলাটা কিন্তু মোটেই সহজ নয়। পাকিস্তানকে হারিয়ে ভারত এখন আত্মবিশ্বাসের তুঙ্গে।’
শ্রীলংকার অস্বস্তির কারণ অনেক। এমনিতেই চোটের কবলে অ্যাঞ্জেলো ম্যাথিউস। তিনি এখনও অনিশ্চিত। গোদের ওপর বিষফোঁড়া দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দলকে যিনি নেতৃত্ব দিয়েছিলেন সেই উপুল থারাঙ্গা দু’ম্যাচের জন্য নিষিদ্ধ। নির্ধারিত সময়ে শ্রীলংকা বোলিং শেষ করতে না পারায়, শাস্তির কবলে পড়েছেন তিনি।
বিডি প্রতিদিন/ ৮ জুন, ২০১৭/ ই জাহান