মাঠের মধ্যেই উড়ে এল বিয়ারের ক্যান। কোনও এক সমর্থক অর্ধেকটা বিয়ার পান করেই সেই বিয়ারের ক্যান ছুঁড়ে দিয়েছিলেন মাঠে। সেই বিয়ার দেখে আর লোভ সামলাতে পারলেন না ফুটবলার। ছুটে এসে সেই ক্যানে চুমুক দিয়ে কিছুটা পান করে মাঠের বাইরে ছুঁড়ে ফেলে দিলেন তিনি। এরপর গোল করে ম্যাচের মোড় ঘুরিয়ে দিলেন সেই ফুটবলার।
গত রবিবার ইউরোপা লিগের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে এই ঘটনাটি ঘটেছে। সোফিয়া লেভস্কি বনাম ভেরেয়ার প্লে–অফ ম্যাচ চলছিল তখন। ম্যাচের ২৮ মিনিটে ভেরেয়ার ফুটবলার ইভান বান্দালোভস্কি বিয়ার পান করে নজরে আসেন। লেভস্কি সোফিয়া ১–০ এগিয়ে ছিল। এই অবস্থায় ইভান অতিরিক্ত সময়ের শেষ মিনিটে গোল করে সমতা ফেরান এবং ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। যদিও সোফিয়া ম্যাচটি জিতে যায়। কিন্তু গোটা ম্যাচে একাই লাইমলাইট কেড়ে নেন ইভান৷
বিডি-প্রতিদিন/ ৮ জুন, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৩