গত দশ বছর ধরে মূলত বিশ্ব ফুটবলে দু’টো ফুটবলারই দাপিয়ে বেড়াচ্ছেন। কোনও রকম ভূমিকা না-করেই বলে দেওয়া যায় তারা হলেন ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। বর্তমান ফুটবল বিশ্বে তাদের আধিপত্য এখন প্রশ্নাতীত।
মিডিয়া ও সমর্থকরা বরাবরই আর্জেন্টাইন জাদুকর এবং পর্তুগিজ সম্রাটকে চির প্রতিদ্বন্দ্বী হিসেবেই তুলে ধরেছেন। কিন্তু রোনালদো ও মেসি একে অপরের প্রতি বরাবরই শ্রদ্ধাশীল। তাদের কাছে এটা একটি সুস্থ প্রতিযোগিতা মাত্র। আরও একবার সেই প্রমাণ দিলেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী মেসি। রোনালদোকে বিশ্বের অন্যতম সেরা বললেন মেসি।
আগামী শুক্রবার মেলবোর্নে ব্রাজিলের বিরুদ্ধে ফিফা ফ্রেন্ডলিতে মুখোমুখি হবে আর্জেন্টিনা। প্রস্তুতির ফাঁকেই মেসি সাক্ষাৎকার দিলেন স্থানীয় একটি চ্যানেলে৷ সেখানে মেসি বলছেন,‘‘ আমরা দু’জনেই প্রতিবছর দলের জন্য সেরাটা উজাড় করে দেই। বাইরে আমাদের সম্বন্ধে কে কী বলে, সেটা মোটেই গুরুত্বপূর্ণ নয়। রোনালদো একজন ফেনোমেনাল খেলোয়াড়। সবাই জানে ও বিশ্বের অন্যতম সেরা ফুটবলার।’’
শেষ মৌসুমে মেসি সেভাবে জ্বলে উঠতে পারেননি। বার্সেলোনাকে শুধু স্প্যানিশ কাপটাই দিতে পেরেছেন। অন্যদিকে রোনালদো লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ দুই দিয়েছেন রিয়াল মাদ্রিদকে। রোনালদোর জন্য মেসির এই দ্বরাজ সার্টিফিকেটই বলে দিচ্ছে যে, আর্জেন্টিনার ১০ নম্বর জার্সিধারী কেন সবার থেকে আলাদা।
বিডি-প্রতিদিন/ ৮ জুন, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৬