ব্রাজিলের সাবেক ফুটবল তারকা রোনালদো লুইস নাজারিও ডে লিমা। সারা বিশ্ব যাকে রোনালদো নামেই চেনে। দু’বারের বিশ্বকাপ জয়ী ব্রাজিলিয়ান কিংবদন্তিকে সর্বকালের অন্যতম সেরাদের মধ্যেই গণ্য করা হয়। এমনকি রোনালদোর খেলা এখনও ব্রাজিলিয়ানদের চোখে ভাসে। ফুটবলের ‘দ্য ফেনোমেনন’ নামেই পরিচিত তিনি৷
সম্প্রতি মাদ্রিদে একটি টেলিভিশন শো’তে এসেছিলেন রোনালদো। মাদ্রিদ তার পুরানো চত্বর। ২০০২-০৭ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদের জার্সিতেই দাপিয়ে বেড়িয়েছেন তিনি। রোনালদো এই প্রজন্মকেও মুগ্ধ করতে জানেন। শো’তে আসা এক টিনেজারের চুল কেটে দিলেন তিনি। সেই.২০০২ সালের স্টাইলেই।
২০০২ বিশ্বকাপে রোনাল্ডোর জোড়া গোলেই ব্রাজিল ২-০ হারিয়েছিল জার্মানিকে। বিশ্বের অন্যতম সেরা গোলকিপার অলিভার কানও রোনালদোর স্কিলে ছিটকে গিয়েছিলেন। সেবার রোনালদো টুর্নামেন্টে নেমেই নজর কেড়েছিলেন তাঁর চুলের ছাঁটের জন্য। মাথার সামনের দিকটায় শুধু উল্টো অর্ধ-চন্দ্রাকার আকৃতির চুল রেখেছিলেন তিনি। মাথার বাকি জায়গাটা প্রায় চুলহীন রেখেছিলেন। সে সময় প্রায় প্রতিটি রোনালদোর ভক্তই ওরকম হেয়ার-স্টাইল করেছিলেন।
সেবার কেন ওরকম চুল কেটেছিলেন সেই প্রশ্নের উত্তরে তিনি জানান,‘‘সেবার বিশ্বকাপে নামার আগে আমি ৬০ শতাংশ ফিট ছিলাম। কুঁচকির চোটে ভুগছিলাম। ফলে চুলটা ওভাবে কাটি। আমার চোট নিয়ে সবাই কথা বলছিল। কিন্তু ট্রেনিংয়ে ওই লুকে আমাকে দেখার পর, সবাই আমার চোট ভুলে হেয়ারস্টাইল নিয়েই কথা বলছিল।’’
বিডি-প্রতিদিন/ ৮ জুন, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৪