বৃহস্পতিবারই ফোর্বস বিশ্বের বিত্তশালী সেরা ১০০ অ্যাথলিটের তালিকা প্রকাশ করেছে। জনপ্রিয় এই ব্রিটিশ ম্যাগাজিন বিশ্বের ২১টি দেশের ১১টি খেলার সঙ্গে যুক্ত খেলোয়াড়দের নিয়েই এই রিপোর্ট প্রকাশ করে তারা। ফোর্বসের সেই তালিকায় ভারতীয়দের মধ্যে রয়েছেন একমাত্র বিরাট কোহলি।
ফোর্বসের সেই তালিকায় ভারতীয় দলের অধিনায়ক বিরাটের অবস্থান ৮৯ নম্বরে। শেষ এক বছরে ২২ মিলিয়ন ডলার উপার্জন করেছেন বিরাট। এর মধ্যে তিন মিলিয়ন ডলার খেলে আয় করেছেন বিরাট। বাকি ১৯ মিলিয়ন ডলার এনডোর্সমেন্ট থেকে এসেছে তার পকেটে৷
অন্যদিকে এবারও ফোর্বসের বিচারে বিশ্বের ধনীতম খেলোয়াড় হয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এই নিয়ে টানা দু’বছর সিআর সেভেন সবার ওপরে বিরাজমান। ইউরো কাপ জয়ী পর্তুগাল অধিনায়ক বেতন, বোনাস ও এনডোর্সমেন্ট মিলিয়ে গত বছর ৭২.০৫ মিলিয়ন পাউন্ড উপার্জন করছেন। এক বছরের মধ্যে রোনাল্ডোর উপার্জন বেড়েছে ৩.৮৭ মিলিয়ন পাউন্ড।
রোনাল্ডোর পরেই দু’নম্বরে রয়েছেন বাস্কেটবল স্টার লেব্রন জেমস (৬৬.৭৯ মিলিয়ন পাউন্ড)। তিনে বার্সার রাজপুত্র লিওনেল মেসি (৬১.৯৮ মিলিয়ন পাউন্ড)। চারে টেনিস কিংবদন্তি রজার ফেডেরার (৪৯.৫৮ মিলিয়ন পাউন্ড)। পাঁচে কেভিন ডুরান্ট (৪৬.৯৫ মিলিয়ন পাউন্ড)। ছয়ে মার্কিন ফুটবলার অ্যান্ড্রিউ লাক (৩৮.৭৪ মিলিয়ন পাউন্ড) ও গল্ফার ররি ম্যাকলরয় (৩৮.৭৮ মিলিয়ন পাউন্ড)। আটে স্টিফেন কারি (৩৬.৬৪ মিলিয়ন পাউন্ড)। নয়ে জেমস হার্ডেন ( ৩৬.১০ মিলিয়ন পাউন্ড)। দশ নম্বরে গতির রাজা লুইস হ্যামিলটন (৩৫.৬৪ মিলিয়ন পাউন্ড)।
বিডি-প্রতিদিন/ ৮ জুন, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৯