ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের বিপক্ষে হারের প্রতিশোধের জন্য মুখিয়ে আছে নিউজিল্যান্ড। আর মঞ্চটার নাম যখন চ্যাম্পিয়ন্স ট্রফি তখন জয়টা যেকোন মূল্যেই চান কোচ মাইক হেসন। অবশ্য, বিকল্প কোনো পথও তো নাই। কারণ প্রশ্নটা এখন টুর্নামেন্টে টিকে থাকার।
এ ব্যাপারে ব্ল্যাক ক্যাপ কোচ বলেছেন, ‘এটা পানির মতো পরিস্কার যে শুক্রবার আমাদের জিততেই হবে। যদি আমরা সেটা করতে পারি তাহলে বৃষ্টিতে পরিত্যক্ত হওয়া ম্যাচ কিংবা ইংলিশদের বিপক্ষে হার; সবগুলো থেকেই বের হয়ে আসতে পারব। খুব সহজ ব্যাপার, কোনো নেট রানের হিসাব নেই। জিততে হবে আমাদের।’
এদিকে, বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি গড়াবে কার্ডিফে। আগের ম্যাচেও কার্ডিফেই খেলেছে নিউজিল্যান্ড-ইংল্যান্ড। সে কারণেই উইকেটের ‘ধীর’ চরিত্র সম্পর্কে জানা আছে ব্ল্যাক ক্যাপদের। অন্যদিকে, ঘরের মাঠের উইকেট ‘লো অ্যান্ড স্লো’ বলেই কার্ডিফে বাড়তি সুযোগ পাওয়ার কথা বাংলাদেশের। তবে হেসন অবশ্য তা মানতে নারাজ। তার মতে, উইকেটে নূন্যতম টার্ন তাদেরকে ভোগাবে না।
কোচ মাইক হেসনের ভাষায়, ‘আমরা আগের ম্যাচে এখানে (কার্ডিফ) বেশি পেস পাইনি। বল হাতে কিছু সুযোগ তৈরি করার চেষ্টা করছি, ব্যাট হাতেও তাই। তবে স্পিনার জিতান প্যাটেল, টিম সাউদি ভালো ছন্দে আছেন। ম্যাচে তাদের কাছ থেকে ভালো কিছু পাওয়ার ব্যাপারে আমি আশাবাদী।’
উল্লেখ্য, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও বাংলাদেশ আছে ‘এ’ গ্রুপে। প্রত্যেকেই দুটি করে ম্যাচ খেলেছে। দুটিতেই জয় তুলে নিয়ে শেষ চারে সবার আগে জায়গা করে নিয়েছে স্বাগতিক ইংলিশ দল। অন্যদিকে, পরপর দুই ম্যাচেই বৃষ্টির বাঁধায় জেতা ম্যাচে পয়েন্ট ভাগ করতে হয়েছে অস্ট্রেলিয়াকে। নিউজিল্যান্ড হেরেছে এক ম্যাচ, বাংলাদেশও তাই। সেক্ষেত্রে, ইংল্যান্ড যদি অস্ট্রেলিয়ার বিপক্ষেও জয় তুলে নেয় আর বাংলাদেশ যদি নিউজিল্যান্ডকে হারায় তাহলেই চ্যাম্পিয়ন্স ট্রফি টুর্নামেন্টে টিকে থাকবে টিম বাংলাদেশ। আর বিদায় নিতে হবে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডকে।
সূত্র: স্টাফ নিউজ
বিডি-প্রতিদিন/৮ জুন, ২০১৭/ওয়াসিফ