চ্যাম্পিয়নস ট্রফির অন্যতম ফেভারিট ভারত তিনশোর বেশি রান করেও শ্রীলঙ্কার বিরুদ্ধে পরাজয় বরণ করেছে। কেনিংটন ওভালে লঙ্কাবাহিনীর কাছে সাত উইকেটে হেরে সুপার সানড-তে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ‘ডুই অর ডাই’ ম্যাচ খেলতে নামবে টিম ইন্ডিয়া। গ্রুপ 'বি'র শেষ দুইটি ম্যাচে কার্যত কোয়ার্টার ফাইনাল।
গ্রুপ 'বি'র চারটি দলই একটি করে ম্যাচ জেতাই ভারত-দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলঙ্কা-পাকিস্তানের মধ্যে যারা জিতবে তারাই শেষ চারের টিকিট হাতে পাবে।
বিডি প্রতিদিন/০৯ জুন ২০১৭আরাফাত