চ্যাম্পিয়ন্স ট্রফির চলতি আসরে টিকে থাকার লড়াইয়ে বিকেলে কার্ডিফের সোফিয়া গার্ডেনে মুখোমুখি হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড। তবে সমীকরণটা একটু কঠিন। জয়ী দলকে সেমিফাইনালে খেলার জন্য তাকিয়ে থাকতে হবে শনিবারের অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচের দিকে। কিন্তু তার আগে নিজেদের অবস্থানটা নিশ্চত করতে চায় দু'দলই।
কার্ডিফে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী মাশরাফি বলেন, 'গত কয়েক বছরে নিউজিল্যান্ডের বিপক্ষে আমরা বেশিরভাগ ম্যাচেই জিতেছি। শুক্রবারের ম্যাচে আমাদের লক্ষ্য থাকবে সেরা ক্রিকেট খেলা। আর সেটা করতে পারলে জয় পাওয়াটা কঠিন হবে না।'
তাছাড়া বাংলাদেশকে প্রেরণা দিচ্ছে ম্যাচের ভেন্যু কার্ডিফের সুখস্মৃতি। এই মাঠেই ২০০৫ সালের জুনে প্রবল পরাক্রমশালী অস্ট্রেলিয়াকে হারিয়ে স্মরণীয় জয় পেয়েছিল বাংলাদেশ। সে ম্যাচে খেলা তরুণ মাশরাফি এখন বাংলাদেশের অধিনায়ক।
তবে গুরুত্বপূর্ণ এই লড়াইয়ে বাধা দিতে পারে বৃষ্টি। আবহাওয়ার পূর্বাভাস বলছে কার্ডিফে সকালে বৃষ্টি হতে পারে। দু'দলকে তাই বৃষ্টি শঙ্কা মাথায় রেখেই মাঠের পরিকল্পনা সাজাতে হবে।
প্রসঙ্গত, দু'দলের সর্বশেষ লড়াইয়ে জিতেছিল বাংলাদেশ। গত মাসেই আয়ারল্যান্ডের ডাবলিনে। তবে সে দলে ছিলেন না নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনসহ বেশ কয়েকজন তারকা। বাংলাদেশের মতো কিউইদেরও এ ম্যাচটা অস্তিত্বের লড়াই। তাই ছেড়ে কথা বলবে না ব্ল্যাক ক্যাপরাও।
কার্ডিফের সোফিয়া গার্ডেনে টাইগার বনাম কিউই লড়াইটা শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩ টায়।
বিডি-প্রতিদিন/৯ জুন, ২০১৭/ওয়াসিফ