কার্ডিফের সোফিয়া গার্ডেনে চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আজ মাঠে নামবে বাংলাদেশ-নিউজিল্যান্ড। টুর্নামেন্টে টিকে থাকতে দুু'দলের সামনেই জয় ছাড়া কোনো বিকল্প নেই। আর অস্তিত্ব ধরে রাখার এই ম্যাচে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা তাকিয়ে আছেন ব্যাটসম্যানদের দিকেই।
এ প্রসঙ্গে বৃহস্পতিবার ম্যাচ পূর্ববর্তী আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বাংলাদেশের সাম্প্রতিক ব্যাটিং পারফরম্যান্স নিয়ে মাশরাফি বলেন, 'তামিম দারুণ ছন্দে আছে। তার মানে এই না যে তামিম নিউজিল্যান্ডের বিপক্ষেও ভালো করবে। কী হবে আমরা তা কেউই জানি না। মাহমুদউল্লাহ, মুশফিক ও সাকিব এমন ক্রিকেটার যারা যেকোনো সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। আশা করছি, শেষ ম্যাচেও তারা এগিয়ে আসবে। আর এটা হলে এই খারাপ সময়টা থেকে আমরা বেরিয়ে আসতে পারব।'
গুরুত্বপূর্ণ এই ম্যাচের প্রস্তুতি নিয়ে টাইগার অধিনায়ক বলেন, 'সবাই বেশ উচ্ছ্বসিত। আমরা আমাদের শক্তি ও দুর্বলতার জায়গাগুলো জানি, তাই তা নিয়েই কাজ করছি। অস্ট্রেলিয়ার বিপক্ষে সৌভাগ্যবশত এক পয়েন্ট পেয়েছি, ইংল্যান্ডের বিপক্ষেও খারাপ খেলিনি। আমরা এখনো টুর্নামেন্টে টিকে আছি। ইতিবাচক মনোভাব নিয়েই আমরা মাঠে নামব।'
বিডি-প্রতিদিন/৯ জুন, ২০১৭/ওয়াসিফ