চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ৮ ব্যাটসম্যান নিয়ে মাঠে নেমেছিল টাইগাররা। এর জন্য কঠিন সমালোচনার মুখে পড়ে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টকে। দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ বোলার নিয়ে মাঠে নামে বাংলাদেশ। কিন্তু সেই ম্যাচে মোসাদ্দেককে বসিয়ে ইমরুলকে দলে রাখা হয়। সাব্বিরকে তৃতীয় স্থান থেকে ছয়ে খেলানো নিয়েও সমালোচনা শুনতে হয়। আজ নিউজিল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচেও দুটি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বাংলাদেশ শিবিরে।
চ্যাম্পিয়ন্স ট্রফির বেশ কিছুদিন আগে থেকেই তিন নম্বরে ব্যাটিং-এ নেমে নিজেকে সফল প্রমাণ করেন সাব্বির রহমান। কিন্তু এই টুর্নামেন্ট শুরু হলে সাব্বিরের পরিবর্তে ইমরুলকে তিনে খেলানোর সিদ্ধান্ত নেন কোচ। তবে দলের চাওয়া পূরণ করতে পুরোপুরি ব্যর্থ হন ইমরুল। তাই আবার তিনে ফিরছেন সাব্বির। আর ইমরুলের পরিবর্তে একাদশে ফিরছেন মোসাদ্দেক।
চূড়ান্ত একাদশ নিয়ে বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন, "বৃহস্পতিবার পর্যন্ত ইমরুলের পরিবর্তে মোসাদ্দেক আর মিরাজের পরিবর্তে তাসকিন দলে নিশ্চিত। তবে শুক্রবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া খেলা শুরুর আগে পিচ দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।"
বিডি-প্রতিদিন/ ৯ জুন, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-২