নিউজিল্যান্ড-বাংলাদেশ ম্যাচে পরাজিত দলকে বিদায় নিতে হবে টুর্নামেন্ট থেকে। জয়ী দল ভালোভাবেই টিকে থাকবে শিরোপার লড়াইয়ে। বাঁচা-মরার এমন ম্যাচে হানা দেয় বৃষ্টি। নির্ধারিত সময়ে খেলা শুরু হতে বিলম্ব হলেও অবশেষে দু'দল মাঠে নেমেছে। টসে জিতে কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন ব্যাটিং-এর সিদ্ধান্ত নিয়েছেন।
চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপপর্বের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। কার্ডিফের সোফিয়া গার্ডেনে খেলা শুরু হওয়ার কথা বাংলাদেশ সময় সাড়ে ৩টায়। তার আগে তিনটায় হওয়ার কথা ছিল টস। বৃষ্টির কারণে সময়মতো টস হতে পারেনি। আউটফিল্ড ভেজা থাকায় টসে হতে বিলম্ব হয়।
বাংলাদেশ একাদশ : মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহীম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।
নিউজিল্যান্ড একাদশ : কেন উইলিয়ামসন (অধিনায়ক), মার্টিন গাপটিল, লুক রনকি, রস টেলর, নেইল ব্রুম, জিমি নিশাম, কোরি অ্যান্ডারসন, মিচেল স্যান্টনার, অ্যাডাম মিলনে, টিম সাউদি ও ট্রেন্ট বোল্ট।
বিডি-প্রতিদিন/ ৯ জুন, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৩