নিউজিল্যান্ড-বাংলাদেশ ম্যাচে জয়ী দল টিকে থাকবে শিরোপার লড়াইয়ে। আর পরাজিত দলকে বিদায় নিতে হবে। বাঁচা-মরার এই লড়াইয়ে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড।
ব্যাট হাতে নিউজিল্যান্ড নিজেদের শুরুটা করেছে বেশ ভালোভাবেই । প্রথম সাত ওভারেই স্কোরবোর্ডে ৪৬ রান তুলে ফেলে নিউজিল্যান্ড। তবে অষ্টম ওভারে কিউই শিবিরে আঘাত হেনেছেন টাইগার পেসার তাসকিন আহমেদ। ১৬ রান করা লুক রনকিকে সাজঘরে ফিরিয়েছেন এই পেসার।
এদকে বাংলাদেশের একাদশে দুটি পরিবর্তন হয়েছে। ইমরুল কায়েসের জায়গায় দলে এসেছেন তাসকিন আহমেদ। আর মেহেদী হাসান মিরাজের পরিবর্তে খেলছেন মোসাদ্দেক হোসেন সৈকত। ফলে কিউইদের বিপক্ষে বাংলাদেশ আজ খেলছে চার পেসারের দল নিয়ে। নিউজিল্যান্ড দল আছে অপরিবর্তিত।
বাংলাদেশ-নিউজিল্যান্ডের এই ম্যাচে বৃষ্টি একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়াতে পারে। কিউই-দের বিপক্ষে এই ম্যাচকে বাংলাদেশের জন্য ‘অঘোষিত ফাইনাল’ বলা চলে। যার জন্য এই ম্যাচে জয় পাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই ম্যাচে হারলেই টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হবে বাংলাদেশকে। আর জয় পেলে টিকে থাকবে সেমিফাইনালে ওঠার সম্ভাবনা। সেক্ষেত্রেও শর্ত রয়েছে। সবার প্রথমে সেমিফাইনাল নিশ্চিত করা ইংল্যান্ডের বিরুদ্ধে অস্ট্রেলিয়াকে হারতে হবে। নতুবা যদি কোন কারণে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার ম্যাচ ড্র হয়ে যায় তবুও বাংলাদেশ উঠে যাবে সেমিফাইনালে।
বিডি-প্রতিদিন/ ৯ জুন, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৮