নিউজিল্যান্ড-বাংলাদেশ ম্যাচে জয়ী দল টিকে থাকবে শিরোপার লড়াইয়ে। আর পরাজিত দলকে বিদায় নিতে হবে। বাঁচামরার এই লড়াইয়ে নিউজিল্যান্ড প্রথম সাত ওভারেই তুলে ফেলে ৪৬ রান। তবে অষ্টম ওভারে তাসকিন আহমেদ সাজঘরে ফেরান ১৬ রান করা লুক রনকিকে। এরপর রুবেল হোসেন আউট করেন আরেক ওপেনার মার্টিন গাপটিলকে। এখন নিউজিল্যান্ডের স্কোর ১৫ ওভারে ২ উইকেট হারিয়ে ৮২ রান।
সাজঘরে ফেরার আগে গাপটিল করেন ৩৫ বলে ৩৩ রান। ৪টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারি মারেন তিনি। এখন ক্রিজে আছেন অধিনায়ক কেন উইলিয়ামসন ও অভিজ্ঞ রস টেইলর।
একাদশে দুটি পরিবর্তন এনে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। ইমরুল কায়েসের জায়গায় দলে এসেছেন তাসকিন আহমেদ। আর মেহেদী হাসান মিরাজের পরিবর্তে খেলছেন মোসাদ্দেক হোসেন সৈকত। ফলে কিউইদের বিপক্ষে বাংলাদেশ আজ খেলছে চার পেসারের দল নিয়ে। নিউজিল্যান্ড দল আছে অপরিবর্তিত।
বাংলাদেশ-নিউজিল্যান্ডের এই ম্যাচে বৃষ্টি একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়াতে পারে। কিউই-দের বিপক্ষে এই ম্যাচকে বাংলাদেশের জন্য ‘অঘোষিত ফাইনাল’ বলা চলে। যার জন্য এই ম্যাচে জয় পাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই ম্যাচে হারলেই টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হবে বাংলাদেশকে। আর জয় পেলে টিকে থাকবে সেমিফাইনালে ওঠার সম্ভাবনা। সেক্ষেত্রেও শর্ত রয়েছে। সবার প্রথমে সেমিফাইনাল নিশ্চিত করা ইংল্যান্ডের বিরুদ্ধে অস্ট্রেলিয়াকে হারতে হবে। নতুবা যদি কোন কারণে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার ম্যাচ ড্র হয়ে যায় তবুও বাংলাদেশ উঠে যাবে সেমিফাইনালে।
বিডি-প্রতিদিন/ ৯ জুন, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১১