গত কয়েকদিন ধরেই সেলিব্রিটিদের মধ্যে গর্বের সঙ্গে বেবি বাম্প দেখানোর হিড়িক দেখা যাচ্ছে। সেই তালিকায় এবার নতুন সংযোজন টেনিস তারকা সেরেনা উইলিয়ামস। ভ্যানিটি ফেয়ার ম্যাগাজিনের অগাস্ট সংস্করণের কভার পেজে প্রকাশিত হয়েছে তার নগ্ন ছবি। সেই ছবিতেই বেবি বাম্পে আরো আত্মবিশ্বাসী লাগছে ৩৫ বছরের কৃষ্ণকলিকে।
এপ্রিল মাসেই গর্ভবতী হওয়ার খবরটা অনুরাগীদের জানিয়েছিলেন সেরেনা। জানিয়েছিলেন, বয়ফ্রেন্ড অ্যালেক্সিস ওহানিয়ানের কথা।
ভ্যানিটি ফেয়ার ম্যাগাজিনকে জানিয়েছে, সন্তানের জন্ম দেওয়ার পর রেডিটের সহ-প্রতিষ্ঠাতা অ্যালেক্সিসের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন সেরেনা। অস্ট্রেলিয়ান ওপেনের ঠিক আগে যখন তার টেস্ট পজিটিভ দেখেন, তখন একটা অদ্ভূত অনুভূতি হয়েছিল। তিনি আগে কিছুই বুঝতে পারেননি। একদিন হঠাত্ৎ অনুশীলন করতে করতে কোর্টের মধ্যেই শরীরটা অসুস্থ লাগে। তার বন্ধু জেসিকারই প্রথম সন্দেহ হয় এবং তিনিই প্রথম সেরেনাকে টেস্ট করাতে বলেন। টেস্টের রিপোর্ট পজিটিভ আসায় সেরেনা প্রথমে বিশ্বাসই করতে পারেননি। কারণ তার মাথায় তখন ঘুরছে অস্ট্রেলিয়ান ওপেন উইম্বলডন।
সেরেনাকে আশ্বস্ত করতে জেসিকা আরো পাঁচটি কিট কিনে এনে সেরেনাকে পরীক্ষা করে দেখতে বলেন। প্রত্যেকটির রিপোর্টই পজিটিভ আসে। গর্ভে সন্তান নিয়েই অবশ্য অস্ট্রেলিয়ান ওপেন জেতেন প্রবাদ প্রতীম এই টেনিস তারকা।
বিডি প্রতিদিন/৩০ জুন ২০১৭/আরাফাত