দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সকে অধিনায়কত্ব ছাড়ার পরামর্শ দিয়েছেন দলটির সাবেক ক্রিকেটার ও সফল অধিনায়ক গ্রায়েম স্মিথ।
দক্ষিণ আফ্রিকার সাম্প্রতিক পারফরমেন্স দলটির ম্যানেজমেন্টের কপালে ফেলে দিয়েছে চিন্তার ভাঁজ। সেই সঙ্গে ওয়ানডে অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সের নিষ্প্রভতা স্বভাবতই প্রোটিয়াদের কাছে অস্বস্তির বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই প্রসঙ্গে আলাপকালেই স্মিথ ভিলিয়ার্সকে অধিনায়কত্ব ছেড়ে দিয়ে নির্ভার খেলার পরামর্শ দেন।
স্মিথ বলেন, তার প্রতি আমার উপদেশ হচ্ছে- অধিনায়কত্ব থেকে দূরে থাকো এবং আগামী দুই বছরের জন্য সাদা বলের ক্রিকেটে পূর্ণ মনোযোগ স্থাপন করো।
বিডি প্রতিদিন/৩০ জুলাই ২০১৭/আরাফাত