হাঁটুর ইনজুরির কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচ খেলতে পারবেন না ইংল্যান্ডের পেসার জ্যাক বল। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) পক্ষ থেকে একথা জানানো হয়েছে।
চলতি সপ্তাহে কাউন্টি চ্যাম্পিয়নশীপে নটিংহ্যামশায়ারের হয়ে খেলতে গিয়ে ইনজুরিতে পড়েন বল। ফলে ইংল্যান্ড দলের ইনজুরির তালিকা আরও দীর্ঘ হল। এর আগে ইনজুরির কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন স্টুয়ার্ট ব্রড ও ক্রিস ওকস।
ইনজুরির কারণে শুধুমাত্র আন্তর্জাতিক ম্যাচই নয়, ইংল্যান্ডের কাউন্টি টুর্নামেন্ট রয়্যাল লন্ডন ওয়ানডে কাপের ফাইনালও খেলতে পারবেন না বল।
এক বিবৃতিতে নটিংহ্যাম্পশায়ারের পক্ষ থেকে ক্লাবের কোচ পিটার মুরস বলেন, ‘আগামী দু’সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন বল। ফলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট ও লন্ডন কাপের ফাইনালে অংশ নিতে পারবেন না তিনি। বলের পূর্ণ বিশ্রাম প্রয়োজন। প্রোটিয়াদের বিপক্ষে সিরিজের শেষ তিন ম্যাচে সে খেলতে পারবে বলে আশা করি।’
লর্ডসে আগামী ৬ জুলাই থেকে শুরু হবে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট।
বিডি প্রতিদিন/৩০ জুন ২০১৭/এনায়েত করিম