গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন ভেনাস উইলিয়ামস ভালোই বিপদে পড়েছেন। ফ্লোরিডার মিয়ামিতে গত ৯ জুন তার গাড়ির সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন ৭৮ বছর বয়সী এক ব্যক্তি। দুই সপ্তাহ পর জেরোমি বার্সন নামের ওই ব্যক্তির মৃত্যু হয়। ওই দুর্ঘটনায় তার স্ত্রীর হাড় ভেঙে যায়।
এ ঘটনায় সাবেক নাম্বার ওয়ান ভেনাসকে অভিযুক্ত করে তদন্ত চলছে। ভেনাসের আইনজীবী দাবি করেছেন, তার মক্কেল ইচ্ছ করে এমনটা করেননি। বাদী পক্ষের আইনজীবী ভিভিয়ান গোমেজ বলেছেন, ভেনাসই দোষী।
মার্কিন পুলিশ জানিয়েছে, ভেনাস ওই সময় মাতাল ছিলেন না। ট্রাফিক সিগন্যাল দেখে তার এমন ভুল হয়েছে- এমন প্রমাণও নেই। তদন্তের শেষের পর ভেনাসের শাস্তি নির্ধারণ করা হবে। সূত্র : গার্ডিয়ান
বিডি প্রতিদিন/৩০ জুন, ২০১৭/ফারজানা