এ্যায়েগন গন ইন্টারন্যাশনাল টেনিস টুর্নামেন্টে পুরুষ এককের সেমিফাইনালে উঠেছেন শীর্ষ বাছাই সার্বিয়ার নোভাক জকোভিচ ও দ্বিতীয় বাছাই ফ্রান্সের গাইল মনফিলস। বছরের তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম উইম্বলডন শুরুর আগে নিজেদের ভালোভাবেই ঝালিয়ে নিচ্ছেন জকোভিচ ও মনফিলস।
কোয়ার্টার ফাইনালে জকোভিচ মুখোমুখি হয়েছিলেন অবাছাই যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ইং-এর। শুরু থেকেই ইং-এর উপর চাপ সৃষ্টি করে খেলেন জকোভিচ। ফলে প্রথম সেট ৬-২ গেমে জিতে দুর্দান্ত শুরু করেন তিনি। তবে দ্বিতীয় সেটে দারুণ লড়াই করেন ইং। এতে উল্টো চাপে পড়ে যান ফেভারিট জকোভিচ। তবে হাল ছাড়েননি তিনি। তাই দু’জনের দুর্দান্ত লড়াইয়ে ম্যাচটি গড়ায় টাইব্রেকারে। সেখানে জয়ের হাসি হাসেন জকোভিচই। ৭-৬ (১১/৯) গেমে দ্বিতীয় সেট জিতে শেষ চারে নাম লেখান জকোভিচ।
জকোভিচের মত সরাসরি সেটে জয় পেয়েছেন মনফিলসও। অবাছাই অস্ট্রেলিয়ার বার্নাড টমিসের বিপক্ষে টাইব্রেকারে গড়ানো প্রথম সেট ৭-৬ (৭/৪) গেমে জিতেন মনফিলস। তবে দ্বিতীয় সেটে হেসেখেলে জিতেছেন তিনি। ৬-০ ব্যবধানে দ্বিতীয় সেট সেমিফাইনাল নিশ্চিত করেন মনফিলস।
বিডি প্রতিদিন/৩০ জুন ২০১৭/এনায়েত করিম