বিরাট কোহলিদের দায়িত্ব নেয়ার রাস্তার এখনই হাঁটছেন না রাহুল দ্রাবিড়। আগামী দুই বছর অনূর্ধ্ব-১৯ ও ভারত 'এ' দলের কোচিংয়ের দায়িত্বেই থাকছেন তিনি।
শুক্রবার এই ঘোষণা দিয়েছে বিসিসিআই। টিম ইন্ডিয়ার কোচ হিসেবে প্রাক্তন ভারত অধিনায়কের এটা দ্বিতীয় অধ্যায়। ২০১৫-তে অনূর্ধ্ব-১৯ ও ভারত 'এ' দলের দায়িত্ব নেন দ্রাবিড়। তার কোচিংয়ে সাফল্য পায় ভারতের ছোটরা। আরো দুই বছর দ্রাবিড়ের হাতেই ছোটদের দায়িত্ব তুলে দিল বোর্ড।
গত বছরই সিনিয়র দলের কোচিংয়ের জন্য দ্রাবিড়কে প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তা গ্রহণ করতে অস্বীকার করেন তিনি। তার পরই অনিল কুম্বলকে বিরাট-ধোনিদের কোচের দায়িত্ব দেওয়া হয়। কিন্তু কুম্বলের অবসরের পরও বিরাটদের দায়িত্ব নেওয়ার পথে হাঁটলেন না দ্রাবিড়।
প্রথম দুই বছরে দ্রাবিড়ের কোচিংয়ে অস্ট্রেলিয়ায় ত্রিদেশীয় সিরিজ জিতেছে ভারত 'এ'। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ওঠে ভারত। অল্পের জন্য ট্রফি হাতছাড়া হলেও টুর্নামেন্টে ভারতীয় খেলোয়াড়দের পারফরম্যান্স ছিল দুর্দান্ত। বিসিসিআইয়ের অস্থায়ী প্রেসিডেন্ট সিকে খান্না কোচ রাহুলদের প্রশংসা করে বলেন, গত দুই বছরে ভারতীয় ক্রিকেটে প্রতিভা তুলে আনার দারুণ ভূমিকা নিয়েছে।
বড় মঞ্চের ও তৈরি। আগামী দুই বছর রাহুলকে অনূর্ধ্ব-১৯ ও ভারত-এ দলের দায়িত্বে রেখে দেওয়ার সিদ্ধান্ত হলো। ভবিষ্যেত রাহুলের হাত ধরে ভারতীয় ক্রিকেটে আরো প্রতিভা উঠে আসবে।
বিডি প্রতিদিন/৩০ জুন ২০১৭/আরাফাত