পাকিস্তানের বিরুদ্ধে বিশ্ব একাদশকে নেতৃত্ব দেবেন মাহেলা জয়বর্ধনে। সেপ্টেম্বরে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তানের বিরুদ্ধে তিনটি টি-২০ ম্যাচ খেলবে বিশ্ব একদাশ।
চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে বিরাট কোহলিদের হারিয়ে সরফরাজ আহমেদরা চ্যাম্পিয়ন হওয়ার পর পাকিস্তানের মাটিতে ক্রিকেটকে ফেরানোর কথাভাবে আইসিসি। পাকিস্তান দলের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলার কথাও বলা হয় বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার তরফে। বিশ্ব একাদশের বিরুদ্ধে ম্যাচ তিনটি হবে ২১, ২৩ ও ২৭ সেপ্টেম্বর। ম্যাচগুলো আন্তর্জাতিক স্বীকৃতি পাবে আইসিসি'র পক্ষ থেকে জানান হয়।
২০০৯ এ লাহোরে শ্রীলঙ্কা টিম বাসে সন্ত্রাসী হানার পর পাকিস্তানে আন্তর্জাতিক ম্যাচ বাতিল করে আইসিসি। তারপর থেকে এ পর্যন্ত পাকিস্তানের মাটিতে একটি মাত্র সিরিজ হয়েছে। ২০১৫-এ পাকিস্তানে ওয়ান ডে সিরিজ খেলে জিম্বাবোয়ে। ম্যাচগুলো হয়েছিল গাদ্দাফি স্টেডিয়ামে। তারপর আবার পাকিস্তানের মাটিতে হতে চলেছে আন্তর্জাতিক ক্রিকেট।
বিডি প্রতিদিন/৩০ জুন ২০১৭/আরাফাত