ব্যাট হাতে ইনিংস সামলে শুরুটা করেছিলেন ধোনি (৭৮)। ধোনির গড়ে দেওয়া রানের ভিতে বল হাতে ভেল্কি কুলদীপ-অশ্বিনের। বিরাটের জোড়া ফলায় বিদ্ধ উইন্ডিজ। নিট ফল, অ্যান্টিগায় হোল্ডারদের উড়িয়ে দিয়ে তৃতীয় ওডিআই জিতে পাঁচ ম্যাচের সিরিজে ২-০ এগিয়ে অ্যাডভানটেজে ইন্ডিয়া। ভারতের জয় ৯৩ রানে।
২৫২ রানের টার্গেট পাহাড় প্রমাণ না-হলেও, শুরু থেকেই ক্রমাগত উইকেট হারিয়ে ভিভের দেশের ব্যাটসম্যানরা চাপে পড়ে যায়। নয় রানের মাথাতেই ওপেনার লেউসের উইকেট ছিটকে উইন্ডিজ ইনিংসে প্রথম আঘাত দেন উমেশ। এরপর তাসের ঘরের মতো ব্যাটিং ধস। ১৫৮ রানেই গুটিয়ে যায় উইন্ডিজ। মেরুণ জার্সিতে জেসন মহাম্মেদ (৪০ রান) ও পাওয়েল(৩০ রান) একমাত্র প্রতিরোধ গড়ে তোলেন। কিন্তু তাতে শেষ রক্ষা হয়নি।