অবশেষে পাকিস্তানের মাটিতে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট। আগামী সেপ্টেম্বরে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তানের বিরুদ্ধে তিনটি টি-২০ ম্যাচ খেলবে বিশ্ব একাদশ। আর সে ম্যাচে পাকিস্তানের বিপক্ষে বিশ্ব একাদশকে নেতৃত্ব দেবেন মাহেলা জয়বর্ধনে।
চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে ভারতকে হারিয়ে সরফরাজ আহমেদরা চ্যাম্পিয়ন হওয়ার পর পাকিস্তানের মাটিতে ক্রিকেটকে ফেরানোর কথা ভাবে আইসিসি। পাকিস্তান দলের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলার কথাও বলা হয় বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার পক্ষ থেকে। বিশ্ব একাদশের বিরুদ্ধে ম্যাচ তিনটি হবে ২১, ২৩ ও ২৭ সেপ্টেম্বর। পাশাপাশি, ম্যাচগুলো আন্তর্জাতিক স্বীকৃতি পাবে বলেও আইসিসি-র পক্ষ থেকে জানানো হয়।
বিডি-প্রতিদিন/১ জুলাই, ২০১৭/ওয়াসিফ