আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি স্প্যানিশ ক্লাব বার্সেলোনাতেই থেকে যাচ্ছেন। এ বিষয়ে ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে তার প্রতিনিধিরা একমত হয়েছে। আগামী মাসের শুরুতেই নতুন চুক্তির বিষয়ে ঘোষণা দেয়া হবে বলে জানিয়েছে ব্রিটেনের ইন্ডিপেনডেন্ট পত্রিকা।
গত ডিসেম্বর থেকে মেসির বাবা ও তার প্রতিনিধিদের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়ে ক্লাব কর্তৃপক্ষ দফায় দফায় বৈঠক করে। কিন্তু তাতে অগ্রগতি তেমন একটা ছিল না। এবার চুক্তি বাড়ানোর বিষয়ে দুই পক্ষই একমত হয়েছে।
আগামী মৌসুমের জন্য ১২ জুলাই থেকে প্রস্তুতি নেয়া শুরু করবে বার্সেলোনার খেলোয়াড়রা। বিয়ের জন্য মেসি এখনো আর্জেন্টিনার রোজারিও শহরে। ২৬০ অতিথির উপস্থিতিতে মেসি গতকাল শুক্রবার রাতে বান্ধবী আন্তোনেল্লা রোকুজ্জোকে বিয়ে করেন। এখন দুই সন্তান থিয়াগো ও ম্যাতিও ও স্ত্রীকে নিয়ে মেসি পারিবারিক ছুটি কাটাবেন। মেসি স্পেনে ফেরার পরই চুক্তির বিষয়ে বিস্তারিত ঘোষণা দেয়া হবে।
বিডি প্রতিদিন/১ জুলাই, ২০১৭/ফারজানা