ঘরোয়া ক্রিকেটে ভালো করা ক্রিকেটারদের পাশাপাশি প্রতিভাবান তরুণদের নিয়ে আজ রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হাই পারফরমেন্স (এইচপি) স্কোয়াড। রাত ১০টা ৫৫ মিনিটে অস্ট্রেলিয়ার বিমান ধরবেন বিজয়, লিটন, মেহেদীরা।
অস্ট্রেলিয়া সফরে একটি তিনদিনের ম্যাচ ও পাঁচটি ওয়ানডে খেলবে এইচপি স্কোয়াড। ডারউইনে অনুষ্ঠিত হবে সবগুলো ম্যাচ। সফর শুরু হবে পাঁচ ওয়ানডে দিয়ে। ৪ জুলাই অনুষ্ঠিত হবে প্রথম ওয়ানডে।
বিসিবি'র এইচপি স্কোয়াড:
এনামুল হক বিজয়, তানবির হায়দার খান, লিটন কুমার দাস, মেহেদী মারুফ, আবু হায়দার রনি, সাদমান ইসলাম, ইমতিয়াজ হোসেন তান্না, নাজমুল হোসেন শান্ত, আবুল হাসান রাজু, আবু জায়েদ চৌধুরী রাহী, হোসেন আলী, তাসামুল হক, ইরফান শুক্কুর, ইয়াসির আলী চৌধুরী, নিহাদুজ্জামান ও সাইফউদ্দিন।
বিডি-প্রতিদিন/১ জুলাই, ২০১৭/ওয়াসিফ