সম্প্রতি ভারতের জাতীয় দলের কোচের পদের জন্য আবেদন করেছেন তারকা ক্রিকেটার বীরেন্দ্র শেবাগ। তবে কোচ হতে চাইলে তাকে মানতে হবে কঠিন শর্ত! যদিও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) পক্ষ থেকে অনেকে শেবাগকে কোচ হিসেবে চাইছেন বলে শোনা যাচ্ছে। তবে নাম প্রকাশে অনিচ্ছুক বোর্ডের এক সদস্য ভারতীয় সংবাদমাধ্যমকে বলেছেন, শেবাগকে কোচ হতে হলে তার মুখ পুরোপুরি বন্ধ করতে হবে!
এদিকে প্রায় সব সময় সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকেন শেবাগ। তার তীর্যক পোস্টগুলি যেন ২২ গজের তাণ্ডবের মতই আনন্দ দেয় ভক্তদের। আর জন্ম দেয় বিতর্কেরও। প্রায়ই টুইটারে বিতর্কিত সব মন্তব্য করে আলোচনার কেন্দ্রে চলে আসেন তিনি। নাম প্রকাশে অনিচ্ছুক সেই সদস্যের কথায়, 'শেবাগ সোশ্যাল মিডিয়ায় অনেক কিছুই লিখে থাকে। কিন্তু কোচ হিসেবে নির্বাচিত হলে তাকে মুখটা বন্ধ রাখতে হবে। ' এই খবর ছড়িয়ে পড়ার পর থেকেই জল্পনা বাড়ছে ক্রিকেটমহলে। অনেকেই প্রশ্ন তুলেছেন তবে কি শেবাগই ভারতের পরবর্তী কোচ হতে যাচ্ছেন? এ ব্যাপারে শেবাগ এখনও কিছু জানাননি। হয়তো ভাবছেন, এবার বুঝি পড়ছি মহা বিপদে!
বিডি প্রতিদিন/এ মজুমদার