কুম্বলে ভারতের ক্রিকেট দলের কোচের পদ থেকে পদত্যাগ করার বেশ কয়েকদিন পর মুখ খুলেছিলেন অধিনায়ক বিরাট কোহালি। এবার ফের কোচ প্রসঙ্গে কথা বললেন তিনি।
ভারতের বিশ্বকাপ জয়ী কোচ গ্যারি কার্স্টেন জানিয়ে দিয়েছেন তিনি আসছেন না। সেই অবস্থায় উঠে আসছে রবি শাস্ত্রীর নাম। অতীতে তার হাত ধরে সাফল্য পেয়েছে ভারত। বিরাট কোহালির কাছে কোচ নির্বাচনে তার ভুমিকা নিয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘‘আমি ব্যক্তিগতভাবে কিছু বলতে চাই না। যদি বিসিসিআই জানতে চায় তা হলে দলের হয়ে বলব। কোচ নির্বাচন একটা পরিকল্পনা। এখানে কোনও ব্যক্তিগত মতবাদের কোনও মূল্য নেই। যা হবে দল হিসেবেই হবে। বিসিসিআইকে আমরা আমাদের মত জানাতে পারি।’’
অনেক কোচের হাত ধরেই সাফল্য এসেছে ভারতীয় ক্রিকেটে। কখনও সরগম হয়েছে কোচ-অধিনায়ক যুদ্ধ। কখনও সরতে হয়েছে কোচকে। কখনও কোচের জন্য সরে যেতে হয়েছে অধিনায়ককেও। সেই উদাহরণ রয়েছে ভারতীয় ক্রিকেটে। সৌরভ-চ্যাপেলের পর কোহালি-কুম্বলে। ভারতীয় ক্রিকেটে কোচেদের সাফল্যের তালিকার শীর্ষে অবশ্য রয়েছেন অনিল কুম্বলেই। ভারতের সফলতম ছ’জন কোচ যদি দেখা যায় তা হলে টেস্ট ক্রিকেটে এগিয়ে কুম্বলেই। ওয়ানডেতেও এগিয়ে কুম্বলেই। সেদিক থেকে পিছিয়ে বাকি সকলেই।
৯ জুলাই পর্যন্ত ভারতের কোচের পদের জন্য আবেদন জানাতে পারবেন প্রার্থীরা। ইতিমধ্যেই আবেদন জানিয়েছেন, বীরেন্দ্র শেবাগ, ডোডা গনেশ, রিচার্ড পাইবাস, লালচাঁদ রাজপুত ও টম মুডি। উঠে এসেছে ভেঙ্কটেশ প্রসাদের নামও। তবে তিনি হেড কোচ হওয়ার ইচ্ছে প্রকাশ করেননি।
বিডি-প্রতিদিন/ ১ জুলাই, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৫